জিম্মিদের মরদেহ গ্রহণে ইসরায়েলের প্রস্তুতি

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৮; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ২১:৫২

- ছবি - ইন্টারনেট

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

এসব মরদেহ গ্রহণে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটির গণমাধ্যম দ্যা টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বন্দিবিনিময় চুক্তিতে বলা আছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৩৩তম দিনে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। ওই ৩৩তম দিনটি আগামী বৃহস্পতিবার পড়বে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই সব জিম্মি হামাসের কাছে থাকা অবস্থায় মারা গেছেন। তবে তারা কীভাবে মারা গেছেন সেটি জানানো হয়নি। দখলদার ইসরায়েলের যত জিম্মি এখন পর্যন্ত মারা গেছেন তাদের বেশিরভাগই তাদের সেনাদের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করে হামাস।

যে জিম্মিদের মরদেহ ফেরত পাঠানো হবে তাদের নাম বৃহস্পতিবার সকালে ইসরায়েলকে জানাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি। গাজা থেকে মরদেহগুলো ইসরায়েলে পৌঁছানোর পর সেগুলো আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে যাবে ইসরায়েলি সেনাদের অ্যাম্বুলেন্স।

ওই সময় তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজটি করা হবে। যখন পরিচয় নিশ্চিত হওয়া যাবে ঠিক তখনই তাদের পরিবারকে এ ব্যাপারে অবহিত করা হবে।

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার মৃত জিম্মিদের মরদেহ পাঠানোর পর আগামী শনিবার তিন জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top