যুক্তরাষ্ট্রে অবৈধ বাংলাদেশীদের বিষয়ে ঢাকায় বৈঠক অনুষ্ঠিত
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ১৬:৩৮; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৫:০৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, দেশটি থেকে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যে বাংলাদেশীরাও আছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ বাংলাদেশীদের বিষয়ে ঢাকায় এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার (৫ মার্চ)। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে বুধবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, দেশটি থেকে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যে বাংলাদেশীরাও আছেন। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদের দূতাবাসের মাধ্যমে সে দেশের অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করছে।
এ ধারাবাহিকতায় বাংলাদেশকেও অবহিত করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে গতকালকের সভা অনুষ্ঠিত হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: