ইসরায়েলি তাণ্ডবে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫ ১৮:৫৬; আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২২:২৩

- ছবি - ইন্টারনেট

গাজায় ইসরায়েলের তাণ্ডব শুরু হওয়ার পর থেকে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় আজায় আক্রমণ চালানোর পর নিহতের এই ভয়াবহ মাইলফলক রেকর্ড করা হলো।

রোববার (২৩ মার্চ) গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘন্টায় আরও ৪১ জনের মৃত্যুর খবর দিয়েছে। যার ফলে নিহতের সংখ্যা ৫০ হাজার ২১ জনে পৌঁছেছে।

গাজার কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা প্রকাশ করার সময় বেসামরিক নাগরিক এবং হামাস যোদ্ধাদের মধ্যে পার্থক্য করে না। তবে জাতিসংঘ বলছে, ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।

নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হয়। ধারণা করা হচ্ছে, হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

গত সপ্তাহের মঙ্গলবার গাজায় আক্রমণ বাড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। সর্বশেষ এই আক্রমণকে হামাস যুদ্ধবিরতি চুক্তির 'বিপজ্জনক লঙ্ঘন' বলে অভিহিত করেছে। হামাস বলেছে, তারা জানুয়ারিতে ইসরায়েলের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর বৃহস্পতিবার তারা তেল আবিবে প্রথম রকেট হামলা চালায়।

সিএনএন-এর প্রতিবেদনের তথ্য বলছে, গাজার বাসিন্দাদের খুব একটা আশা নেই যে, হত্যাকাণ্ড কমবে। কারণ, ইসরায়েলিরা হুমকি দিয়েছেন, ভবিষ্যতের পরিস্থিতি আরও খারাপ হবে। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, 'আমি আপনাদের বলতে চাই, এটি (হামলা) কেবল শুরু।'

গাজার ২০ লক্ষেরও বেশি জনসংখ্যার প্রায় সবাই ইতোমধ্যে তাদের ঘর-বাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে। অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালগুলোতেও ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার বাহিনী।

এই মাসের শুরুতে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করার ফলে এবং সর্বশেষ তাণ্ডবের ফলে গাজার কিছু অংশে মানবিক সংকট এবং দুর্ভিক্ষ দেখা দিচ্ছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top