পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫ ০৯:৪১; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১১:৩৮

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত হয়েছে।
গতকাল দেশটির ওয়াজিরিস্তান জেলায় এ ঘটনা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাটিতে রাতভর সশস্ত্র গোষ্ঠীর সাথে সেনা সদস্যদের গুলি বিনিময় হয়। জঙ্গিদের দলটির সবাই প্রাণ হারায়। নিহতরা সবাই পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিলো বলে দাবি- ইসলামাবাদের। জানা গেছে, তারা সবাই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান- টিটিপির সদস্য।
গেলো কয়েকদিন ধরেই আফগান সীমান্তবর্তী এলাকাগুলোয় পাকিস্তানি বাহিনীর সাথে টিটিপির সংঘর্ষ চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: