গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ৯০০ জনকে হত্যা করেছে ইসরায়েল: মন্ত্রণালয়
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫ ১৫:৪১; আপডেট: ১ এপ্রিল ২০২৫ ০৩:১৬

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৮৯৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১ হাজার ৯৮৪ জন।
শনিবার (২৯ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১৮ মার্চের পর থেকে গাজায় অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসকল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে প্রথমবারের মতো বৈরুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে দক্ষিণ লেবাননে হামালায় দুজন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়াও এক লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন। এদিকে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে নিহত বলেই ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্কতা দিয়ে জানিয়েছে, গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে এই অবরোধের ফলে গাজায় মানবিক সরবরাহ এবং খাদ্য প্রবেশে ব্যঘাত ঘটছে। ফলে হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: