ভারতে ভেজাল মদপানে প্রাণ গেল ২১ জনের, গুরুতর অসুস্থ ১০
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৫ ১৩:১০; আপডেট: ১৪ মে ২০২৫ ১৬:৪৬

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর জেলায় বিষাক্ত মদ পানে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এসব তথ্য জানিয়েছে।
স্থানীয় প্রশাসনের বরাতে প্রতিবেদনে বলা হয়, অমৃতসরের পাঁচটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগীরা ‘মুনশাইন’ নামের একটি অপ্রমাণিত মদ পান করেছিলেন, যাতে বিষাক্ত মিথানল মেশানো ছিল।
অমৃতসরের জেলা প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অনুমোদনহীনভাবে তৈরি এই সস্তা মদ বহু বছর ধরে বাজারে প্রচলিত রয়েছে। এতে কার্যকারিতা বাড়াতে ব্যবহৃত হয় প্রাণঘাতী মিথানল, যা সঠিক মাত্রায় না মেশালে অন্ধত্ব, অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়া এমনকি মৃত্যুও ঘটাতে পারে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১০ জনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। তদন্ত শুরু হয়েছে এবং মূলহোতাসহ জড়িত সবাইকে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে মাজিথা মহকুমার ডিএসপি অমোলক সিং ও স্টেশন হাউস অফিসার অবতার সিংকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) গৌরব যাদব জানিয়েছেন, মূল অভিযুক্ত সাহেব সিং লুধিয়ানার একটি কোম্পানি থেকে মিথানল সংগ্রহ করেছিলেন বলে প্রমাণ মিলেছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গত বছর ভারতের তামিলনাড়ু রাজ্যেও মুনশাইন নামের একই ধরনের ভেজাল মদ পান করে ৫৩ জনের প্রাণহানি ঘটে।
আপনার মূল্যবান মতামত দিন: