ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস, নিখোঁজ ১৯
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৫ ২১:১৪; আপডেট: ২০ মে ২০২৫ ০৩:৫৯

ইন্দোনেশিয়ার স্বর্ণের খনিতে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
গত শুক্রবার গভীর রাতে ভারি বর্ষণের ফলে পশ্চিম পাপুয়া প্রদেশের আরফাক পর্বতমালায় স্থানীয় বাসিন্দাদের পরিচালিত ওই স্বর্ণের খনিতে ভূমিধস হয়েছে। যাতে এখনও ১৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকাজে নিযুক্ত কর্মকর্তারা। নিখোঁজদের সন্ধান পেতে জোরালো অভিযান চালাচ্ছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও সামরিক সদস্যদের সঙ্গে কমপক্ষে ৪০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ইন্দোনেশিয়ায় ছোট ও অবৈধ খনির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়া দেশটির খনিজ সম্পদগুলো প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত।
এ কারণে কর্তৃপক্ষের পক্ষেও তা নিয়ন্ত্রণ করা কঠিন। স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান ইয়েফ্রি সবরুদ্দিন বলেন, শুক্রবার ভূমিধস হলেও উদ্ধার অভিযান শুরু করা হয় রোববার। কারণ উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পৌঁছাতেই কমপক্ষে ১২ ঘণ্টা সময় লেগে যায়। তিনি আরও বলেন, ভাঙ্গা রাস্তা, পাহাড়ি পথ ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বিলম্ব হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: