শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫ ২২:০৯; আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ০০:১০

আগামীকাল শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারে ৩ দিনের দ্বিপক্ষীয় সফরে আসছেন পাকিস্তান সরকারের এই গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক।
গত ৩০ বছরে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি বিশেষ বিমানে ইসহাক দার শনিবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।
এই সফরে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পাশাপাশি কৃষি, প্রতিরক্ষা, খাদ্য, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
এছাড়া আলোচনায় সার্কসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। তবে এসব কিছুকে ছাপিয়ে যাবে সফরের ভূরাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব। বিগত হাসিনা সরকারের আমলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে দিল্লি নিয়ন্ত্রিত পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে ঢাকা। একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
আপনার মূল্যবান মতামত দিন: