গাজায় অনাহারে আরও ১০ জনের প্রাণহানি

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫ ১১:১৫; আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৫:৪৪

ছবি সংগৃহিত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলা ও মানবিক সহায়তা প্রবেশে বাধায় অনাহারে আরও ১০ জন মারা গেছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে, যাদের মধ্যে ১১৯ শিশু। আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বুধবার (২৭ আগস্ট) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কর্মকর্তারা জানান, গাজার খাদ্য সংকট ‘মানবসৃষ্ট ও পরিকল্পিত বিপর্যয়’।

জাতিসংঘের উপ-মানবিক প্রধান জয়েস মুসুয়া সতর্ক করে বলেন, উত্তর-মধ্য গাজায় ইতিমধ্যেই দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যে এটি দক্ষিণের দেইর এল-বালাহ ও খান ইউনিস পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ অনাহার ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে, যা সেপ্টেম্বর শেষে ৬ লাখ ৪০ হাজার ছাড়াতে পারে।

জাতিসংঘের তথ্যমতে, পাঁচ বছরের নিচে অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র পুষ্টিহীনতায় ভুগছে এবং তাদের মধ্যে ৪৩ হাজারের বেশি শিশুর জীবন সংকটে পড়তে পারে। মুসুয়ার ভাষায়, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং যুদ্ধের ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির কারণে সৃষ্ট দুর্ভিক্ষ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top