৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আল্টিমেটাম
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ২০:৫৩; আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ০৪:৫২

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক বিক্ষোভ ও সংহতি সমাবেশ থেকে এই দাবিগুলো ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
সেনাবাহিনী ও পুলিশের যৌথ হামলার সুষ্টু তদন্ত ও বিচার দাবি করে তাদের ঘোষিত দাবিগুলো হলো, ঘটনার তদন্তে আজকের মধ্যেই একটি কমিটি গঠন করতে হবে। হামলা ও ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
দাবিগুলো ঘোষণার পর রাশেদ খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তিনি যমুনা ও সচিবালয় ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন।
আপনার মূল্যবান মতামত দিন: