পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৯; আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৩

- ছবি - ইন্টারনেট

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার রাতে সারিয়াব এলাকার শাহওয়ানি স্টেডিয়ামের কাছে এ হামলা চালানো হয়। বেলুচিস্তান ন্যাশনাল পার্টির জনসভার পরপরই এ ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, জনসভায় অংশগ্রহণকারীরা যখন সভা থেকে বেরিয়ে আসছিলেন, তখন পার্কিং এলাকায় হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সারফরাজ বুগতি এ হামলায় নিন্দা জানিয়ে একে কাপুরোষিত কাজ বলে বর্ণনা করেন। তিনি বলেন, যে বা যারা এই হামলার সঙ্গে জড়িত তারা মানবতার শত্রু।

তিনি আরো বলেন, ‘আমরা তাদের ঘৃণ্য পরিকল্পনা ধ্বংস করে দেব।’ দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী।

তবে ধারণা করা হচ্ছে কোনো ধর্মীয় উগ্রবাদী সংগঠন এই ঘটনায় জড়িত। বিশেষ করে সুন্নি ইসলামপন্থি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বা পাকিস্তানি তালেবান ওই সীমান্ত অঞ্চলটিতে সক্রিয় প্রধান গোষ্ঠী। সরকার উৎখাত করে কঠোর ইসলামি আইন প্রণয়নের লক্ষ্যে তারা ২০০৭ সাল থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসছে।

ইসলামাবাদ-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, জুন মাসে দেশটিতে ৭৮টি সন্ত্রাসী হামলা হয়েছে, যার ফলে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ৫৩ জন নিরাপত্তা কর্মী, ৩৯ জন বেসামরিক ব্যক্তি, ছয়জন জঙ্গি এবং স্থানীয় শান্তি কমিটির দুই সদস্য রয়েছেন। মোট ১৮৯ জন আহত হয়েছেন, যার মধ্যে ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৩ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top