পাকিস্তানে উদ্ধারকারী নৌকা ডুবে ৫ জনের মৃত্যু
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩; আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৯

পাকিস্তানের বন্যা কবলিত পাঞ্জাব প্রদেশে উদ্ধারকারীদের বহনকারী নৌকা ডুবে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
উদ্ধার করা হয়েছে ২৫ জনকে। নৌকাটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। শনিবার এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, মুলতান জেলার জালালপুরে তীব্র স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। এক বিবৃতিতে নগর পুলিশ কর্মকর্তা (সিপিও) নিশ্চিত করেছেন, ঘটনার সময় নৌকাটিতে প্রায় ৩০ জন ছিলেন। ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। এদেরমধ্যে ছয়জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছে দুই মাস বয়সী এক শিশু।
নৌকাটি ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকাজে নেমে পড়েন। সাহায্য করেন উদ্ধারকারীদের।
বিবৃতিতে বলা হয়, বন্যা কবলিত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য নৌকাটি মোতায়েন করা হয়েছিল। কিন্তু ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠার কারণে নৌকাটি উল্টে যায়। তিনি আরো বলেন, তীব্র পানির স্রোতে এই দুর্ঘটনা ঘটে।
তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো, ভয়াবহ মৌসুমি বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের উত্তর ও মধ্য অঞ্চল, বিশেষ করে পাঞ্জাব প্রদেশ। অসংখ্য গ্রাম ও কৃষিজমি ডুবে গেছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং শত শত মানুষ মারা গেছেন।
পাঞ্জাবের ত্রাণ কমিশনার নাবিল জাভেদ জানান রাভি, সুতলেজ এবং চেনাব নদী পানি বেড়ে চার হাজার ১০০ টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ২০ লাখের বেশি মানুষ।
আপনার মূল্যবান মতামত দিন: