গাজায় যুদ্ধ শেষ হয়েছে : ট্রাম্প

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১১:৩২; আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২১:০৩

- ছবি - ইন্টারনেট

ইসরাইলের উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধ শেষ হয়েছে এবং যুদ্ধবিরতি বহাল থাকবে।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘যুদ্ধ সমাধানে আমিই ভালো। শান্তির জন্য আমি ভালো।’

ট্রাম্প বলেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক রয়েছে। তিনি চমৎকার কাজ করেছেন। কিছু বিষয়ে তার সাথে আমার মতপার্থক্য ছিল এবং সেগুলো দ্রুত সমাধান করা হয়েছে।’

কাতারের প্রশংসা করে তিনি বলেন, ‘দেশটির কৃতিত্ব পাওয়া উচিত। আমি মনে করি যেভাবে কাতার আমাদের সহায়তা করেছে তা অসাধারণ।’

ডোনাল্ড ট্রাম্প এর আগে বারবার নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে তার আগ্রহের প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘গাজায় সংঘাত হলো অষ্টম যুদ্ধ যা আমি সমাধান করেছি। আমি নোবেলের জন্য করিনি। আমি এগুলো করেছি জীবন রক্ষার জন্য।’

এদিকে ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি গাজা শান্তি বৈঠকের আয়োজন করছেন। মিসরে এই বৈঠকে যোগ দিবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

তেল আবিবে জড়ো হচ্ছে মানুষ

দীর্ঘ অপেক্ষার পর পণবন্দীদের স্বাগত জানাতে তেল আবিবে জড়ো হতে শুরু করেছেন ইসরাইলিরা। সেখানে বড় পর্দার সামনে অবস্থান নিয়েছেন পণবন্দীদের ও নিখোঁজদের পরিবারের সদস্যরা। সেখান থেকেই পণবন্দীদের মুক্তির দৃশ্য সরাসরি দেখতে পাবে মানুষ। কয়েক মাস ধরে এই চত্বরেই নিয়মিত তাদের ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ হয়েছে।

আগের বারের মতো একই প্রক্রিয়ায় পণবন্দীদের হস্তান্তর প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে বলে জানায় ইসরাইলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ। পণবন্দীদের আইডিএফের হাতে হস্তান্তর করবে রেড ক্রস। পরে তাদের ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় সামরিক ঘাঁটিতে নেয়া হবে। একটি নির্দিষ্ট জায়গায় পরিবারের সদস্যরা তাদের অভ্যর্থনা জানাবেন।

ব্লেয়ারের বিষয়ে সিদ্ধান্ত নেননি ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বলেন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ‘বোর্ড অব পিস’-এ থাকবেন কি না তা নিয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি।

তিনি বলেন, ‘আমি সবসময় টনিকে পছন্দ করি, কিন্তু আমাকে দেখতে হবে যে তিনি সবার কাছে গ্রহণযোগ্য কি না।’

ট্রাম্প বলেন, তিনি চান দ্রুত এই বোর্ড গঠিত হোক।

সূত্র : বিবিসি



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top