হামাসের নিরস্ত্রীকরণের বিরুদ্ধে ৭০ শতাংশ ফিলিস্তিনি
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ১৪:০৬; আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২০:২৭
ফিলিস্তিনিদের একটি বিশাল অংশ হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। একইসাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা গাজায় ইসরাইলের যুদ্ধের স্থায়ী অবসান ঘটাবে কি না, সে বিষয়েও তাদের গভীর সংশয় রয়েছে।
প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ (পিসিপিএসআর) অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকাজুড়ে জরিপ চালিয়েছে। জরিপটি ২২ থেকে ২৫ অক্টোবরের মধ্যে করা হয় এবং মঙ্গলবার এর ফলাফল প্রকাশ করা হয়।
জরিপে অংশগ্রহণকারী প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি বলেছেন, তারা হামাসের নিরস্ত্রীকরণের তীব্র বিরোধিতা করেন। এমনকি এর কারণে যদি ইসরাইল আবারো আক্রমণ শুরু করে, তবুও তারা তাদের অবস্থান বদলাবে না।
তবে অধিকৃত পশ্চিমতীরের বাসিন্দারা সবচেয়ে বেশি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। সেখানকার প্রায় ৮০ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা চান হামাসের সশস্ত্র শাখা তাদের অস্ত্র ধরে রাখুক। ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে পশ্চিমতীর পরিচালিত হয়। সেখানে হামাসের প্রতিদ্বন্দ্বী ফাতাহের আধিপত্য রয়েছে।
অপরদিকে দুই বছর ধরে ইসরাইলি হামলায় বিপর্যস্ত গাজার ৫৫ শতাংশ বাসিন্দা হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন।
জরিপটিতে অংশ নিয়েছেন ১২০০ জন। এর মধ্যে অধিকৃত পশ্চিমতীরের ৭৬০ জন এবং গাজার ৪৪০ জন রয়েছেন। জরিপটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পরিচালিত হয়। ত্রুটির মার্জিন ৩.৫ শতাংশ।
হামাসের অস্ত্র ধরে রাখার প্রতি সমর্থনের পাশাপাশি গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে গভীর সংশয় দেখা গেছে। ৬২ শতাংশ ফিলিস্তিনি মনে করেন না যে ট্রাম্পের পরিকল্পনা পুরোপুরিভাবে যুদ্ধের অবসান ঘটাতে সফল হবে। অধিকৃত পশ্চিমতীরে এই সংশয়টা বেশি। সেখানকার ৬৭ শতাংশ উত্তরদাতা এই পরিকল্পনার প্রতি সন্দিহান। আর গাজায় এই সংখ্যাটা ৫৪ শতাংশ।
সূত্র : মিডল ইস্ট আই

আপনার মূল্যবান মতামত দিন: