যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত ৩৮৬
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭; আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ২২:৫৫
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সা’দ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি সংগঠনটি। অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হামাসের কোনো শীর্ষ নেতাকে হত্যার সবচেয়ে আলোচিত ঘটনা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার গাজা সিটির কাছে এক হামলায় তারা রায়েদ সা’দকে হত্যা করেছে। ওই হামলায় অন্তত ২৫ জন আহত হন।
রবিবার এক ভিডিও বার্তায় সা’দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হামাসের গাজা প্রধান খলিল আল-হাইয়া বলেন, এ হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
তিনি বলেন, “ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘনের প্রেক্ষাপটে—যার মধ্যে গতকাল একজন হামাস কমান্ডারকে হত্যার ঘটনাও রয়েছে—আমরা মধ্যস্থতাকারীদের, বিশেষ করে চুক্তির প্রধান গ্যারান্টর হিসেবে যুক্তরাষ্ট্র প্রশাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাই, যেন তারা দখলদার শক্তি ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে এবং তা বাস্তবায়নে বাধ্য করে।”
গাজার কর্তৃপক্ষের তথ্যমতে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইসরায়েল প্রায় প্রতিদিন গাজায় হামলা চালিয়ে গেছে। এ সময়ে প্রায় ৮০০টি হামলায় অন্তত ৩৮৬ জন নিহত হয়েছেন, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
এ ছাড়া যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল গাজায় মানবিক সহায়তার অবাধ প্রবাহে বাধা দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: