ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনিজুয়েলা চালাব : ট্রাম্প

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬ ০০:১৯; আপডেট: ৫ জানুয়ারী ২০২৬ ০৭:২৪

- ছবি - ইন্টারনেট

ভেনিজুয়েলায় নিরাপদ, সুষ্ঠু ও বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৩ জানুয়ারি) ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে মার্কিন সেনারা। ফ্লোরিডার স্থানীয় সময় রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত জানান।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, অত্যন্ত দ্রুত ও নিখুঁত অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করা হয়েছে। অভিযানের সময় ভেনিজুয়েলার সেনাবাহিনীর উপস্থিতি থাকলেও মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘বিশ্বের আর কোনো দেশ এমন অভিযান চালাতে পারত না, যা যুক্তরাষ্ট্র করে দেখিয়েছে। অল্প সময়ের মধ্যেই ভেনিজুয়েলার সামরিক শক্তিকে কার্যত অচল করে দেয়া হয়। আমাদের সাথে যুক্ত হয়ে ভেনিজুয়েলার সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য গভীর রাতে অত্যন্ত সফলভাবে মাদুরোকে আটক করেছে।’

তিনি আরো দাবি করেন, অভিযানের সময় বিশেষ কৌশলে রাজধানী কারাকাসের প্রায় পুরো শহরের আলো নিভিয়ে দেয়া হয়েছিল, ফলে পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়।

ভেনিজুয়েলায় প্রয়োজনে দ্বিতীয় দফা বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তবে মাদুরো আটক হওয়ায় এবং প্রথম অভিযান সফল হওয়ায় নতুন করে হামলার সম্ভাবনা আপাতত নেই বলে জানান তিনি।

ট্রাম্প আরো বলেন, আটক নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে। বিবিসি



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top