কৃষি আইনের বিরোধিতা: ভারতে গ্রেটার বিরুদ্ধে মামলা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১ ০১:২৩; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৬:১৯
ভারতের নতুন কৃষি আইনের বিরোধিতা করে দেশটির কৃষকদের পক্ষে কথা বলায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনকারী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। এনডিটিভির বরাতে এ খবর প্রকাশ করেছে যুগান্তর।
এর আগে বুধবার রাতে সিএনএনের একটি নিউজ টুইটারে শেয়ার করে সেখানে কৃষকদের পক্ষে কথা বলে গ্রেটা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লি পুলিশ তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও শত্রুতা ছড়ানোর অভিযোগ এনে মামলা দায়ের করে।
এর আগে একই লিংক শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী পপস্টার রিহানা। তিনি কৃষক আন্দোলনের সংবাদ শেয়ার করে লেখেন, ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’
এদিকে সর্বেশেষ একটি টুইটে গ্রেটা লেখেন, আমি এখনো কৃষক এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করছি। কোনো হুমকি, ঘৃণা অথবা মানবাধিকার লঙ্ঘন আমাকে সরাতে পারবে না।
এসকে

 
                                                     
                                                    -2020-11-07-15-36-42.jpg) 
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: