৯০ দিনেই আফগানিস্তানের রাজধানী দখলে নেবে তালেবান: মার্কিন গোয়েন্দা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১ ১৪:৪০; আপডেট: ৫ আগস্ট ২০২৫ ০৭:১১

ছবি: সংগৃহিত

অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। তারা ক্রমাগত অগ্রসর হচ্ছে। তালেবানরা আগামী ৯০ দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নিতে পারে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা ৯০ দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলকে অতিক্রম করতে পারে- যা মূলত যা ভাবা হয়েছিল তার চেয়ে কম সময়ে।

মার্কিন গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, তালেবানরা ৩০ দিনের মধ্যে কাবুলকে বিচ্ছিন্ন করতে পারে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘সবকিছু ভুল দিকে যাচ্ছে। ’

যদিও প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকান সৈন্যদের আফগানিস্তান থেকে বের করে আনার সিদ্ধান্তের জন্য তিনি অনুতপ্ত নন। তিনি জোর দিয়ে বলেন, আফগান বাহিনীকে অবশ্যই ‘তাদের জাতির জন্য লড়াই’ করতে হবে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top