পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১ ০৩:২১; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সংগৃহীত ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ বোমা হামলায় পাকিস্তান আধাসামরিক বাহিনীর তিনজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ আত্মঘাতী বোমা হামলায় আরো ১৫ জন আহত হয়েছেন। রোববার কাতারের গণমাধ্যম আল-জাজিরা এমন সংবাদ প্রকাশ করেছে।

ওই আত্মঘাতী বোমা হামলাকারী কোয়েটা-মাস্তুং রোডে অবস্থানকারী পাকিস্তান আধাসামরিক সীমান্তরক্ষী বাহিনীর চেকপোস্টে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ওই স্থানটি বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ২৫ কি.মি. দক্ষিণে। সিনিয়র পুলিশ কর্মকর্তা আজহার আকরাম রোববার এ তথ্য জানিয়েছেন।

ওই আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেলে করে ছয় কেজি বিস্ফোরক নিয়ে ওই সীমান্তরক্ষী বাহিনীর বহরে থাকা একটি গাড়িতে আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। এ আত্মঘাতী বোমা হামলায় আহতদের মধ্যে অনেকেই মারাত্মক আহত। এ কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ওই হমলার পর সেখানে অনেক সেনা সদস্যের দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তালেবান এ হামলায় দায় স্বীকার করেছে। এ সংগঠনটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top