‘হিজাব বিতর্ক দেশজুড়ে ছড়াবেন না’, জরুরি শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩৯; আপডেট: ১৭ মে ২০২৪ ১৭:৩৫

ছবি: সংগৃহীত

সময় এলে শুনানি হবে। হিজাব-মামলার জরুরিভিত্তিক শুনানির আবেদন খারিজ করে শুক্রবার এ কথা জানালেন ভারতের সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালতের মন্তব্য, ‘হিজাব বিতর্ক দেশজুড়ে ছড়িয়ে দেবেন না। '

মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ধর্মীয় পোশাক’ নয়- হিজাব-মামলায় বৃহস্পতিবার এমন অন্তর্র্বতীকালীন নির্দেশ দিয়ে কলেজ খুলে দিতে বলেছিলেন কর্ণাটক হাইকোর্ট।

সে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এক মুসলিম শিক্ষার্থী। হলফনামায় তার দাবি ছিল, হাইকোর্টের অন্তর্র্বতী রায় ব্যক্তি-পছন্দ নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষত, মুসলিম মেয়ে শিক্ষার্থীদের পছন্দের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি তাঁর।

আজ শুক্রবার সুপ্রিম কোর্টে মামলাকারীর আইনজীবী যুক্তি দিয়ে বলেন, মামলাটির জরুরি শুনানি দরকার। কারণ এর 'সুদূরপ্রসারী প্রভাব' রয়েছে।

এ ছাড়া স্থানীয় শিক্ষার্থীরা ১০ বছর ধরেই হিজাব পরে আসছিলেন। তবে প্রধান বিচারপতি এন ভি রমানার বেঞ্চ তা খারিজ করে দেন।

শীর্ষ আদালত মন্তব্য করেন : 'এই ঘটনাকে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা জানি কী ঘটছে। কিন্তু এই ঘটনাকে দিল্লি টেনে আনার দরকার ছিল কি? ভেবে দেখুন, যদি ভুল কিছু হয়, আমরা রক্ষা করব। '



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top