সৌদিতে সবই চলছে ‘ভ্যালেন্টাইন ডে’ উপলক্ষে, তরে নাম উল্লেখ ছাড়া

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৬:০৫; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৬

ছবি: প্রতীকী

আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মাধ্যমে পালিত হয় এই দিবস। মুসলিম দেশ সৌদি আরবেও ক্রমশ বেশ জনপ্রিয় হচ্ছে এই দিবসটি। তবে দেশটিতে ভ্যালেন্টাইন ডে নামটি উল্লেখ করা হচ্ছে না।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই দিবসকে ঘিরে সৌদি আরবের দোকানগুলো লাল রঙে সেজেছে। দেশটির দোকানগুলোর সামনে রাখা হয়েছে লাল রঙের পোশাক ও অন্তর্বাস।

দেশটিতে এই দিবস উপলক্ষে দোকানে বেড়েছে বিক্রি। এই দিনে তরুণ পজন্মের মধ্যে উপহার আদন প্রদানের বিষয়টি ক্রমেই সাধারণ হয়ে উঠেছে। তবে ভ্যালেন্টাইন ডে নামটি কোথাও পাওয়া যাচ্ছে না।

রিয়াদের মলের এক বিক্রয়কর্মী নাম না প্রকাশের শর্তে বলেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চারপাশ লাল রঙে সাজানোর নির্দেশ দিয়েছে। তবে কোথাও যেন 'ভ্যালেন্টাইন ডে' শব্দটা লেখা না থাকে।

পূর্ব রিয়াদের গ্রেনাডা মলের একজন নারী বিক্রয়কর্মী নাম না প্রকাশের শর্তে বলেন, আমরা এখন স্বাচ্ছন্দ্যে লাল জামাকাপড় দেখতে পারি এমনকি জানালার ডিসপ্লেতেও রাখতে পারি।

সৌদিতে ক্রমশ বিভিন্ন রীতি পরিবর্তন হচ্ছে। দেশটিতে জনসংখ্যার অর্ধেকের বেশি জনের বয়স ৩৫ বছরের নিচে। তারা এই দিবসের নাম উচ্চারণ করুক আর না করুক এই দিবসটি পালন করছেন।

খুলৌদ নামের ৩৬ বছর বয়সী এক নারী বিক্রয়কর্মী যিনি তার শেষ নাম দিতে চাননি বলেন, ‘মানুষ এতো দিন ভ্যালেন্টাইন ডে উদ্‌যাপন করত না। কিন্তু এখন অনেকে সৌদি দিবসটি উদ্‌যাপন করেন।

তিনি আরও বলেন, এই সময় কাপড়ের ব্যাপক চাহিদা থাকে এবং ক্রেতারা প্রায় লাল রঙের কাপড় চান। তিনি জানান এ সময় লাভও অনেক বেশি হয়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top