ইউক্রেনে নতুন কমান্ডার নিয়োগ দিচ্ছে রাশিয়া

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০৪:৩২; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:৫১

ফাইল ছবি

ইউক্রেন অভিযানে এখন পর্যন্ত আশানুরূপ ফলাফল না আসায় রণকৌশল বদলাচ্ছে পুতিন। তারই অংশ হিসেবে ইউক্রেনে অভিযানের নেতৃত্বে থাকা সেনা কমান্ডারকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত নতুন জেনারেলের সিরিয়া যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। পশ্চিমা কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। খবর বিবিসির

সূত্র জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক এলাকার কমান্ডার, জেনারেল আলেক্সান্ডার ভরনিকভকে ইউক্রেনে অভিযান চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। জেনারেল আলেক্সান্ডারের রাশিয়ার হয়ে সিরিয়ায় অভিযান চালানোর অনেক অভিজ্ঞতা রয়েছে। তাঁকে দায়িত্ব দেওয়ায় ইউক্রেন অভিযানের নির্দেশনা ও নিয়ন্ত্রণে পরিবর্তন আসার সম্ভাবনা আছে।

রুশ বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে আরও ভালোভাবে সমন্বয় করার জন্য দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর আগে এসব ইউনিট আলাদাভাবে অভিযান পরিচালনা করছিল।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর প্রায় ৪৪ দিন পার হয়েছে। কিন্তু দীর্ঘ সময়েও বড় কোনো শহর দখলে নিতে পারেনি রুশ বাহিনী। শুধু পূর্ব ইউক্রেনের স্বঘোষিত অঞ্চল দনবাসে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top