পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, সেনা ও শিশুসহ নিহত ৬

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২২ ০৪:৩৪; আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ২২:২৬

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় তিন শিশু ও তিন সেনাসহ নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, আফগান সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়ি টার্গেট করে হামলা হয়।

রবিবারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই আত্মঘাতী ত্রিবাল জেলার মীর আলী শহরের কাছে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হন।

বোমা বিস্ফোরণের সময় পাশে থাকে শিশুরা গুরুতর আহত হয়। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

এদিকে পাকিস্তানের পেশোয়ারে বন্দুকধারীর হামলায় শিখ সম্প্রদায়ের দুইজন নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top