এসআই নিয়োগে চূড়ান্ত ফল প্রকাশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ জুন ২০২২ ০৫:৫২; আপডেট: ২ আগস্ট ২০২৫ ০০:১০

পুলিশের এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়। এআইজি মিডিয়া মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ২০০১ সালের ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষে অনুষ্ঠিত লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। মেধার ভিত্তিতে বিধিবিধান পালনের শর্তে ৮৭৫ জন প্রার্থীকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ দেওয়ার জন্য সিলেকশন বোর্ডে সাময়িকভাবে সুপারিশও করা হয়েছে।
ফলাফল www.police.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: