রাজশাহীতে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ জুলাই ২০২২ ০৫:৪৩; আপডেট: ২২ জুলাই ২০২২ ০৫:৪৩

রাজশাহীর চারঘাট উপজেলায় মানসুর রহমান নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা মামলায় রোমান হোসেন সেতু নামের এক যুবককে মৃত্যুদন্ড ও ইমনুল আকাওয়াদ শাওন নামের আপর জনকে খালাস প্রদান করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষনা করেন।

আদালত সুত্রে, ২০২০ সালের ১৩ ডিসেম্বর রাতে চারঘাটের শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে বৃদ্ধ মানসুর রহমানের বাড়িতে চুরি করতে যান একই এলাকার রোমান হোসেন সেতু। নিজ বাড়িতে এক থাকা অবস্থায় মানসুর রহমান বাঁধা দিলে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যার ঘটনায় পরদিন নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ আসামী রোমান হোসেন সেতু ও ইমনুল আকাওয়াদ শাওনকে গ্রেফতার করে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তমূলক জবানবন্দি প্রদান করে। রায় ঘোষনকালে দন্ডপ্রাপ্ত সেতু উপস্থিত থাকলেও আদালতে অনুপস্থিত ছিলেন খালাস পাওয়া শাওন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top