টেলিটকের সাবেক ব্যবস্থাপক জোবায়েরের ১২ বছর কারাদণ্ড, জরিমানা সাড়ে ১১ কোটি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ০৪:২৩; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০২:৩৪

ছবি : প্রতিকী

মানিলন্ডারিং আইনের একটি মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক শাহ মো. জোবায়েরের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে রায়ে আসামিকে ১১ কোটি ৫০ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত।

রবিবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদলতের বিচারক মো. বদরুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়।

আদেশে আদালত বলেন, আসামির বিরুদ্ধে আনীত মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৩ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। একইসাথে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে (পৈতৃক ব্যতীত) রাষ্ট্রের অনূকূলে নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

মামলার বিবরণে জানা যায়, আসামি শাহ মো. জুবায়ের ২০০৫ সালে টেলিটকের ব্যবস্থপনা পরিচালকের দায়িত্বে থাকাবস্থায় দুর্নীতির মাধ্যমে ৬৮ লাখ টাকা অর্থ পাচার করেন। এ ছাড়া গুলশান ও মিরপুর নামে বেনামে তার একাধিক বাড়ি রয়েছে।

২০১৭ সালের ৩ অক্টোবর রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। ২০১৮ সালের ১৮ জুন দুদক মামলায় চার্জশিট দাখিল করে। ২০১৯ সালের ১৩ জুন মানলায় চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top