প্রধান বিচারপতির বাস ভবনে ভাঙচুর-লুট

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৫ আগস্ট ২০২৪ ১৯:০০; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৯:১১

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাস ভবন দখলে নিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রধান বিচারপতি কাছের একটি সূত্র বলেছেন, বাস ভবনের প্রায় সব কিছু লুট হয়ে গেছে। তারা ভাঙচুর চালিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সংহতি জানিয়ে সারা দেশে মানুষ রাস্তায় নেমে এলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

পদত্যাগ করে দুপুরেই একটি সামরিক হেলিকপ্টারে তিনি দেশ ছাড়েন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ লকহিড সি-১৩০জে হারকিউলিস তাকে নিয়ে ভারতের আকাশসীমার ওপর দিয়ে যাচ্ছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top