তিনদিনের রিমান্ডে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ১৭:৩২; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২১:৪০
 
                                সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার এদিন হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এদিন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
অন্যদিকে, হাবিবুল আউয়ালের পক্ষে তার আইনজীবী এমিল হাসান রোমেল রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম।

 
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: