আর্থিক বিচারিক ক্ষমতা বাড়ল নিম্ন আদালতের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২১ ২১:৪১; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০৩:৫৩
-2021-01-27-15-40-43.jpg)
নিম্ন আদালতসমূহের দেওয়ানি এখতিয়ার বাড়ানো হয়েছে। আর্থিক বিচারিক এখতিয়ার বাড়ানোর আইন সংশোধনে সংসদে বিল পাস হওয়ার মধ্য দিয়ে এই ক্ষমতা বর্ধিত করা হয়।
বুধবার (২৭ জানুয়ারি) আইনমন্ত্রী আনিসুল হক বুধবার ‘দ্য সিভিল কোর্টস (সংশোধন)-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
আইনটি পাসের পূর্বে একজন সহকারী জজ এতদিন দুই লাখ টাকা পর্যন্ত মূল্যমানের (সম্পত্তি বা অর্থে যে অঙ্কের টাকা নিয়ে বিরোধ) মামলা নিষ্পত্তি করতে পারতেন। এখন সেই এখতিয়ার বাড়িয়ে ১৫ লাখ টাকা করার কথা বলা হয়েছে বিলে।
একইভাবে জ্যেষ্ঠ সহকারী জজের বিচারিক এখতিয়ার চার লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা এবং আপিল শুনানির ক্ষেত্রে জেলা জজের এখতিয়ার পাঁচ লাখ থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।
পাঁচ কোটি টাকার কম মূল্যমানের কোনো মামলায় যুগ্ম-জেলা জজ আদালতের আদেশের বিরুদ্ধে কোনো আপিল বা কার্যক্রম হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকলে তা জেলা জজ আদালতে স্থানান্তরের বিধান রাখা হয়েছে বিলে।
এর আগে পাঁচ কোটি টাকার কোনো আপিল হলে হাইকোর্টে যেতে হতো। আইন সংশোধনের পর জেলা জজ সেই আপিল শুনানি করতে পারবেন।
১৯ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী।
আইনটি সংশোধনকল্পে ২০১৬ সালে সিভিল কোর্টগুলোর বিচারিক এখতিয়ার বাড়ানো হলেও হাইকোর্ট তা স্থগিত করে দেন। ফলে নতুন করে আইন সংশোধন করা হচ্ছে।
নতুন পাস হওয়া বিলে ২০১৬ সালের ওই সংশোধন রহিত করে একটি ধারা সংযোজন করা হয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: