রাজশাহীতে জমির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১ ০০:২৭; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ২০:৪৩

রাজশাহীর বাগমারা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধ নিয়ে হাবিল কাজী (৪২) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। তাকে উদ্ধারে গিয়ে আরও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পাঠানো হয়েছে।আহতরা হলেন, নিহত হাবিলের পিতা আজিমুদ্দীন কাজী (৬৫), চাচা আব্দুর রাজ্জাক (৫৫), ছেলে সৈকত (১৬), প্রতিবেশেী জুয়েল রানা (২৫) ও মুনছুর রহমান (৪৬)।
আপনার মূল্যবান মতামত দিন: