রাজশাহীতে মাদকসহ তিন যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০ ০৫:৫২; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৩:০০

রাজশাহীতে হেরোইন ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, এরা মাদক ব্যবসায়ী।
গ্রেপ্তার তিনজন হলো বাঘা উপজেলার চকনারায়ণপুর মিস্ত্রিপাড়া গ্রামের রকিবুল ইসলাম রান্টুর ছেলে ইমরান ইসলাম (১৯), কামরুল ইসলামের ছেলে মো. সেলিম (২০) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নুনগোলা গ্রামের মো. সেলিমের ছেলে মো. জেলিম (২৫)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুরে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল বাঘা উপজেলার চকনারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে ৭৮০ পিস ইয়াবা বড়িসহ সেলিম ও ইমরানকে গ্রেপ্তার করে।
অন্যদিকে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সোমবার দুপুরে গোদাগাড়ী উপজেলার বিশ^নাথপুর মোড়ে অভিযান চালায়। এ সময় ৭৫০ গ্রাম হেরোইনসহ জেলিমকে গ্রেপ্তার করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: