গোদাগাড়ীতে হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০ ০৪:১৮; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৬:৫৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. রেজাউল (৩২) উপজেলার সেখেরপাড়া গ্রামের বরজাহান আলীর পুত্র।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার চাপাল এলাকা থেকে রেজাউলকে ১৪৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, ভোরে বাড়ি থেকে হেরোইন নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন রেজাউল। তখন ডিবি পুলিশের নিয়মিত তল্লাশির সময় তার কাছে হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: