নগরীতে ছিনতাইকারি যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২ ০৩:৫৯; আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ০০:১৮

রাজশাহী মহানগরীতে ছিনতাইকালে এক যুবককে হাতেনাতে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের আরো ৬টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত চাকুসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার অমিত হাসান (২৪) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়ার আরিফের ছেলে। অমিত নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড় এলাকার বাসিন্দা।

জানা গেছে, ১২ জানুয়ারি বিকাল সাড়ে চারটায় খোরশেদ আলম নামের একজন ব্যবসায়ী মনি চত্বরে দাঁড়িয়েছিলেন অটোরিকশার জন্য। এ সময় অমিত হাসান ও তার সহযোগী মহিদুল ইসলাম বুকে চাকু ধরে তার মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায়।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top