রাজশাহীতে চোরাই অটোরিক্সা উদ্ধারের ঘটনায় একজন আটক

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২২ ০৫:৪৩; আপডেট: ২ জানুয়ারী ২০২৬ ১৪:৪৮

ছবি: সংগৃহীত

অটোরিক্সা চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে এক অটোরিক্সা চোর। এসময় তার কাছে থেকে চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধার হয়। আটককৃত ব্যক্তি রাজশাহীর তানোর থানার গুবিরপাড়ার মো. জমসেদের ছেলে মো. আসিক হোসেন (১৭)। সে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়ার বাসিন্দা।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর দামুকড়া থানার হরিপুর কলোনীর মৃত ইউনুস আলীর ছেলে মো. ছবি (৩৭) গত রবিবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ১১ টায় তার ভাড়ায় চালিতা অটোরিক্সা কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ে রেখে পাশে হোটেলে খাবার কেনার জন্য যায়।

কিছুক্ষণ পর হোটেল থেকে বের হয়ে দেখে তার অটোরিক্সা চুরি করে নিয়ে যাচ্ছে। সেই সময় অটোরিক্সা চালক মো. ছবি (৩৭) চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে অভিযুক্ত মো. আসিক হোসেনকে চোরাই অটোরিক্সাসহ আটক করে।

পরবর্তী কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং চোরাই অটোরিক্সা জব্দ করে হেফাজতে নেয়। গ্রেফতারকৃত অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top