ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ায় ১০ বছরের কারাদণ্ড
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২ ১১:৪৭; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৭

নওগাঁ জেলার মান্দা উপজেলায় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ায় তা প্রত্যাখ্যান করেন। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেন। পরে ওই ছাত্রী ৫৭ ধারায় একটি মামলা করলে সোহেলকে ১০ লাখ টাকা জরিমানাসহ ১০ বছরের কারাদণ্ড দেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের আদালত।
রোববার (৩০ জানুয়ারি) আসামির উপস্থিতিতে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত সোহেলের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে।
কারাদণ্ডের পাশাপাশি সোহেলকে ১০ লাখ টাকা জরিমানাও দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান।
মামলার বরাতে এ আইনজীবী বলেন, সোহেল তার প্রতিবেশী এক কলেজ পড়ুয়া মেয়েকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি তাতে রাজি হয়নি। এর জেরে ২০১৮ সালের ৪ মে রাতে ওই কলেজ ছাত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন এবং মোবাইল ফোনেও আপত্তিকর এসএমএস পাঠান সোহেল।
এ ঘটনায় ওই বছরের ১৪ জুন মান্দায় থানায় সোহেলের বিরুদ্ধে ৫৭ ধারায় একটি মামলা করেন মেয়েটির বাবা।
আপনার মূল্যবান মতামত দিন: