গলা কাটা অবস্থায় বিছানায় স্বামী, স্ত্রী অন্য ঘরে
রাজ টাইমস | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২ ১১:২৫; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গলা কাটা অবস্থায় আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী জুলেখা বেগমকে (৩৭) হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গুড্ডিপাড়া গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষের বিছানার ওপর থেকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রশিদকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে একটি ছোরা পাওয়া যায়।
পুলিশ ছোরাটি জব্দ করেছে। রশিদ ওই গ্রামের হাজি সাজ্জাদ আলীর ছেলে।
ঘটনাস্থল পরিদর্শনকারী শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, গত বুধবার দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে ঘটনাটি ঘটে। এ সময় বাড়িতে রশিদ, তার স্ত্রী জুলেখা ও তাদের সাত বছরের এক পুত্র সন্তান ব্যতীত অন্য কেউ ছিল না।
স্বামী-স্ত্রী পৃথক দুই ঘরে থাকতেন। সকালে ওই বাড়িতে স্থানীয় এক মহিলা কাজের জন্য আসার পর ঘটনাটি টের পান ও বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় রশিদের ভাই মো. জাকারিয়া তার ভাবি জুলেখাকে অভিযুক্ত করে থানায় এজাহার দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যাচেষ্টা তা নিশ্চিত নয়। রশিদ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি কিছুটা সুস্থ হয়ে মুখ খুলতে পারলে ঘটনাটি বোঝা যাবে। তার স্ত্রী জুলেখা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। ওসি আরো বলেন, রশিদ আরো একটি বিয়ে করেছিলেন। কিন্তু ওই স্ত্রী তাকে তালাক দেয়। এ ছাড়া জুলেখাও একবার অন্য এক ছেলের সঙ্গে চলে গিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এলাকাবাসী ঘটনার জন্য রশিদের স্ত্রী জুলেখাকে সন্দেহ করছে। তার বিরুদ্ধে পূর্বের কিছু অভিযোগ রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: