মসজিদ কমিটি নিয়ে খুনের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০৫:০৪; আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০৫:০৪

ফাইল ছবি

রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্ত্তিক জামে মসজিদ কমিটির আধিপত্য বিস্তার ও ইফতার নিয়ে সংঘর্ষে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মুল আসামি মুকুলসহ অন্যরা পলাতক রয়েছে।

জোতকার্ত্তিক জামে মসজিদ কমিটির বর্তমান সভাপতি এএইচএম কামরুজ্জামান ওরফে মুকুল হোসেনকে প্রধান আসামি করে গতশুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ৩৮ জনের নাম উল্লেখ এবং ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন নিহত খোকনের স্ত্রী রুপা বেগম। এর আগে ম মসজিদ কমিটির আধিপত্য বিস্তার ও ইফতার নিয়ে সংঘর্ষে খোকন আলী (৩০) নামের এক ব্যাক্তি নিহত হন। এদিকে মামলা দায়ের পর উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক এলাকাটি অনেকটা পুরুষ শুন্য হয়ে পড়েছে। গ্রেফতার আতঙ্কে এলাকায় অনেকেই আত্মগোপনে রয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক জামে মসজিদ কমিটির বর্তমান সভাপতি কামরুজ্জামান ওরফে মুকুল হোসেন পক্ষের সঙ্গে সাবেক সভাপতি আসাদুল ইসলাম সেলিম পক্ষের কমিটির আধিপত্য বিস্তার এবং মসজিদের ইমাম সাহেবকে বাদ দেয়া নিয়ে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে সেলিম পক্ষের লোকজন বিরোধপূর্ণ মসজিদে নামাজ আদায় থেকে বিরত থেকে ওই এলাকার একটি আম বাগানে অস্থায়ী মসজিদ নির্মান করে নামাজ আদায় করে আসছিল।

শুক্রবার বিকেলে আম বাগানে নির্মিত নতুন মসজিদে সেলিম পক্ষের লোকজন ইফতারের আয়োজনে রান্না বান্না করার সময় মুকুল পক্ষের লোকজন ইফতার নিয়ে যাত্রাপালার খাবারের আয়োজন করছে এমন কটুক্তি করলে সেলিম পক্ষের লোকজন মুকুল পক্ষের লোকজনকে ধাওয়া দেয়। পরে ধাওয়া খেয়ে তারা পালিয়ে গিয়ে সেলিম পক্ষের হান্নান আলী নামের এক ব্যাক্তিকে মারপিট করে। এসময় হান্নান আলীর স্ত্রী ও মেয়ে এগিয়ে গেলে তাদেরও মারপিট করে আহত করা হয়। এ সংবাদ সেলিম পক্ষের লোকজন জানতে পেরে হান্নানকে উদ্ধারে এগিয়ে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম পক্ষের খোকন আলীকে মৃত ঘোষনা করেন এবং আহতদের মধ্যে ৭জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top