সিরাজগঞ্জে ৫৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২ ০৫:৫৮; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৪

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৫৬৫ পিস ইয়াবাসহ আব্দুর রশিদ (৩৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আব্দুর রশিদ ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুর রশিদ দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top