ই-কমার্সের মাধ্যমে অর্থপাচারে জড়িতদের বিষয়ে জানতে চান হাইকোর্ট

রাজ টাইমস | প্রকাশিত: ২৪ মে ২০২২ ০৪:১০; আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৪:৩৪

ছবি: প্রতীকী

দেশে ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে কত টাকা পাচার করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।

সোমবার (২৩ মে) পৃথক তিন রিটের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

সেইসঙ্গে আজ সোমবার হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়কে ই-কমার্স প্ল্যাটফর্মে ভোক্তাদের জমা দেয়া অর্থের পরিমাণ মূল্যায়ন করতে বলেছেন।

এ ছাড়া ই-কমার্স প্ল্যাটফর্মের আর্থিক কেলেঙ্কারি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪ সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল।

আদালতে এদিন রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তাপস কান্তি বল। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top