ফিরতে শুরু করেছে মানুষ, চাপ নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২২ ০৪:৪৮; আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ০২:৩৪

ছবি: সংগৃহীত

প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। গেল দুইদিন মহাসড়ক ফাঁকা থাকলেও আজ সকাল থেকেই যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। তবে গাড়ির চাপ নেই।

মঙ্গলবার (১২ জুলাই) সরেজমিনে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়, এলেঙ্গা, রাবনা বাইপাস, টাঙ্গাইল বাইপাস, করটিয়া, মির্জাপুর বাসস্যান্ড ঘুরে দেখা গেছে এসব বাসটার্মিনালগুলোতে ঢাকামুখী যাত্রীদের জটলা দেখা গেছে। যানবাহন কম থাকায় গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

আশরাফ নামে যাত্রী জানান, সড়কে বাস তেমন নেই। সিএনজিতে চন্দ্রা যেতে জনপ্রতি ৪০০ টাকা করে নিচ্ছে। আগেই চলে যাচ্ছি। একদিন পর গেলে আরও বেশি ভাড়া গুণতে হবে।

বাসচালক মোস্তফা জানান, এখন ঢাকা যেতে খুব বেশি যাত্রী পাওয়া যাবে না। তেলের টাকাও উঠবে না। লোকজন তেমনটা ঢাকামুখী হচ্ছে না।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আতাউর রহমান বলেন, মহাসড়কে এখনও যানবাহনের চাপ তেমন বাড়েনি। কিছু দূরপাল্লার যানবাহন চলাচল করছে। ঈদের তৃতীয় দিনে যে পরিমাণ যানবাহন চলাচল করার কথা, সে তুলনায় খুব কম সংখ্যক যানবাহন চলাচল করছে। এখন পর্যন্ত অনেকটা ফাঁকাই রয়েছে।

তিনি আরও বলেন, ঈদ-পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে কাজ করছেন তারা। তবে বুধবার থেকে যানবাহনের চাপ বাড়তে পারে বলে জানান তিনি।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top