আবারো বাড়ল স্বর্ণের দাম: ভরিতে ১০৫০

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২২ ১৫:৫৮; আপডেট: ২০ মে ২০২৪ ০৪:২৪

রাজটাইমস ডেস্ক

আরো এক দফা বাড়ল দেশীয় বাজারে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারেও বাড়ানো হয়েছে মূল্যবান এ ধাতুর মূল্য। বাজারে ভালো মানের স্বর্ণের ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বাজারে ভালো মানের ১ ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮২ হাজার ৩৪৮। যার সর্বশেষ নির্ধারিত মূল্য ছিল ৮১ হাজার ২৯৮ টাকা। খবর বণিক বার্তা

আজ বুধবার বাজুসের বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ১ ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের ১ ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬৮ হাজার ৪১৭ টাকা। আর সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে বলে জানিয়েছে বাজুস।

খবরের লিঙ্ক



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top