ইভিএম ব্যবহার হবে সর্বোচ্চ ১৫০ আসনে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ২০:১৪; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১১:৪৭

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির যুগ্মসচিব আসাদুজ্জামান আরজু। খবর টিবিএসের।

'ইভিএম নিয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, প্রাপ্যতা সাপেক্ষে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। তবে এটা ন্যূনতম একটাও হতে পারে' বলে জানান তিনি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এক্ষেত্রে আরও ইভিএম কিনতে হবে। কমিশনে সিদ্ধান্ত হলে, আমরা ক্রয় প্রক্রিয়ায় যাব।

তিনি জানান, এখন ইসির কাছে ১ লাখ ৫০ হাজার ইভিএম আছে। এ দিয়ে ৭০-৭৫টি আসনে ভোট করা যাবে। ১৫০ আসনে ইভিএমে ভোট করতে হলে আমাদের আরও ইভিএম লাগবে। তাই এখন থেকেই আমরা কেনার উদ্যোগ নেব।

সাংবাদিকদের আরেক প্রশ্নের তিনি জবাবে বলেন, কমিশন দলগুলোর সুপারিশ আমলে নিয়েই সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু বিচার, বিশ্লেষণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে দেশের মোট নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টির সাথে সংলাপে বসে ইসি। সংলাপে অংশ নেয়নি বিএনপিসহ ৯টি দল। বাকী দুটি দলের সাথে আগামী সেপ্টেম্বরে সংলাপে বসবে কমিশন।

বিএনপিসহ সংলাপে অংশ নেওয়া অর্ধেকের বেশি দল ইভিএম ব্যবহারের বিরোধিতা করেছে।

তবে আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দল ইভিএম ব্যবহারের পক্ষে মত দেয়।

মূল খবরের লিঙ্ক



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top