একনজরে আজকের বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ২১:১৫; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৯:০১

ফাইল ছবি

১.নানা অজুহাতে বাড়ছে চালের দাম

দেশের নিত্যপণ্যের সবচেয়ে চাহিদা সম্পন্ন পণ্য হল চাল। এই পণ্যকে ঘিরে চলছে সিন্ডিকেটের কারসাজি। খবর যুগান্তর।

লিঙ্ক

২. ঢাকার কলেজে কলেজে ছাত্রলীগের সিট বাণিজ্য

পিরোজপুর থেকে রাজধানী ঢাকায় পড়তে এসেছে নুসরাত জাহান কেয়া । সে ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। ঢাকায় তার কঁন আত্মীয় নেই। ফলে বাধ্য হয়েই থাকেন কলেজের জেবুন্নেছা ছাত্রীনিবাসের ৫০২নং কক্ষে। এ সিটটি প্রশাসনিকভাবেই তিনি পেয়েছেন। এই কক্ষে ওঠার আগে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হন তিনি। তখন ছাত্রলীগের এক নেত্রীর মাধ্যমে তাকে খোদেজা খাতুন ছাত্রীনিবাসে উঠতে হয়। এজন্য শুরুতেই তাকে গুনতে হয় এককালীন ১২ হাজার টাকা। খবর যুগান্তর।

লিঙ্ক

৩. ভয়াবহ ঝুঁকির মুখে শিল্প খাত

দেশে ক্রমাগত বাড়ছে অর্থনৈতিক সংকট। বৈদেশিক বাণিজ্যের রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের ব্যবধান বেড়েই চলেছে। খবর যুগান্তরের।

লিঙ্ক

৪. উপজেলা নগরায়নের মাস্টারপ্ল্যান করছে সরকার

নগরায়ন সম্প্রসারণের লক্ষ্যে এবং উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করতে দেশের সব উপজেলার জন্য মাস্টারপ্ল্যান তৈরি করছে সরকার, ভবিষ্যতে উপজেলা পর্যায়ে পরিকল্পিত নগরায়নের উন্নয়ন কর্মকান্ডের দিক-নির্দেশনা হিসেবে কাজ করবে এ মাস্টারপ্ল্যানের নথি। খবর টিবিএসের।

লিঙ্ক

৫. সীমান্ত উত্তেজনা প্রভাব ফেলেছে আমদানি-রপ্তানিতে

সামগ্রিকভাবে দেশে রপ্তানি কমছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত উত্তেজনাও প্রভাব ফেলেছে আন্তর্জাতিক বাণিজ্যে। খবর টিবিএসের।

লিঙ্ক



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top