একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ১৯:৫৬; আপডেট: ২ মে ২০২৫ ০৮:১৩

১. অ্যান্টিবায়োটিকের ভুল প্রয়োগে ডেঙ্গির ঝুঁকি বাড়ছে
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শহর থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে এই রোগটি। বিশ্লেষকদের অনেকেই এর পেছনে কারণ খোঁজার চেষ্টা করেছেন। খবর যুগান্তরের।
২. উৎপাদন পর্যাপ্ত: ধীর গতির সঞ্চালনই সংকট বাড়াচ্ছে
উৎপাদনের পর্যাপ্ততা থাকার পরেও দেশের লোডশেডিং প্রকট আকার ধারণ করেছে। অপর্যাপ্ত সঞ্চালন (ট্রান্সমিশন) নেটওয়ার্কের কারণে বিতরণ সর্বোচ্চ হতে পারেনি। খবর টিবিএসের।
৩. ব্রুনাইয়ে আরো বাংলাদেশি নিয়োগের অনুরোধ
বাংলাদেশ সফরে রয়েছেন ব্রুনাই এর রাষ্ট্রপ্রধান সুলতান হাজী হাসানাল বলকিয়াহ। প্রথমবারের মত তিনি বাংলাদেশ সফর করলেন। খবর বণিক বার্তার।
৪. বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের বিদেশী ঋণের খেলাপির শঙ্কা
দেশে ডলার সংকটে নানামুখী সমস্যায় ব্যাংক খাত। ঋণ পরিশোধে গড়িমসিতে ঋণ খেলাপীর শঙ্কাও বাড়ছে। খবর বণিক বার্তার।
৫. চীনকে দেয়া রেল প্রকল্পে আসতে পারে জাপানি বিনিয়োগ
প্রথম দিকে, চীনা অর্থায়নে ঢাকার জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথের সমান্তরালে নতুন একটি ডুয়াল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা ছিল। সবকিছু ঠিকঠাক ও ছিল। কিন্তু চীন অর্থায়ন থেকে সরে দাঁড়ায়। খবর বণিক বার্তার।
আপনার মূল্যবান মতামত দিন: