ঘূর্ণিঝড় সিত্রাং: কৃষি বিভাগের ছুটি বাতিল
ঘূর্ণিঝড় সিত্রাং: কৃষি বিভাগের ছুটি বাতিল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ ১৭:৪৬; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৯:৪৩

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কৃষি বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিলসহ আট ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে কৃষিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন
সভায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল এবং সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি বিভাগের অফিসে সার্বক্ষণিক যোগাযোগের জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা এবং পরিস্থিতি মোকাবিলার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের সিদ্ধান্ত হয়।
এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের সার্বক্ষণিক মাঠে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ ও কৃষকদের পরামর্শ প্রদান করা ও ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণ করে জরুরিভিত্তিতে মন্ত্রণালয়ে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত হয়।
সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, সংস্থার প্রধান ও ঘূর্ণিঝড়প্রবণ জেলাসমূহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: