টিকেটের জন্য টোকেন পাওয়ার আশা

সৌদি এয়ারলাইনসের সামনে আবারও প্রবাসীদের জটলা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০ ১৭:৩৯; আপডেট: ৫ অক্টোবর ২০২০ ১৭:৪৭

সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের সামনে সৌদি প্রবাসীদের জটলা।

টিকেটের জন্য টোকেনের আশায় আবার ও রাজধানীর হোটেল সোঁনারগাওয়ের সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের অফিসের সামনে জটলা করেছে সৌদি ফিরতে ইচ্ছুক প্রবাসীরা।

সোমবার (০৫ অক্টোবর) সকাল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নেয় শতাধিক প্রবাসী।

টোকেনের আশায় আসা প্রবাসীদের ফরম দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। প্রদত্ত ফরমে ভিসার মেয়াদ, পাসপোর্ট ও মোবাইল নম্বর লিখতে বলা হয়েছে। একটি ফরমে ২০ জন প্রবাসী তথ্য লিখে দিতে পারছেন।

মূলত, পূর্বের নিয়ম অনুযায়ী টোকেন বিতরণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এয়ারলাইনস কর্তৃপক্ষ। তাদের নতুন ঘোষনা অনুযায়ী যারা ফরম পূরণ করবেন, ভিসার মেয়াদ অনুযায়ী তাদের টিকিট দেওয়া হবে, অর্থাৎ যার ভিসার মেয়াদ কম, তিনি আগে সৌদি যাওয়ার টিকিট পাবেন।   

এদিকে, যে কোন মুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হোটেল সোনারগাঁও ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর-বাংলাদেশ প্রতিদিন

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top