বাংলাদেশে পৌঁছলেন বিক্রম দোরাইস্বামী
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০ ১৮:১৮; আপডেট: ৫ অক্টোবর ২০২০ ১৯:১৮
-2020-10-05-12-40-39.jpg)
বাংলাদেশে পৌঁছেছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
সোমবার (৫ অক্টোবর) কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিমান চলাচল বন্ধ থাকায় নতুন হাইকমিশনার ত্রিপুরা সীমান্ত দিয়ে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তের জিরো পয়েন্টে ত্রিপুরা রাজ্যের প্রটোকল অফিসাররা তাকে বিদায় জানান। অপরদিকে, আখাউড়া সীমান্তের বাংলাদেশের দিকে উপস্থিত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।
বাংলাদেশে প্রবেশের আগ মুহুর্তে সীমান্তের জিরো পয়েন্টে দাঁড়িয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে বিক্রম বলেন, বাংলাদেশ ও ভারত অত্যন্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র, সেখানে কাজ করতে পারার সুযোগ পেয়ে আমি খুশি।
নিয়ম অনুযায়ী দোরাইস্বামী বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন আগামী ৮ অক্টোবর।
নতুন হাইকমিশনার হিসেবে যোগদানের আগে বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।
অন্যদিকে, সদ্য বিদায় নেয়া হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন। খবর-বাংলানিউজ
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: