পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২ ২০:৫০; আপডেট: ৮ মে ২০২৫ ১২:৫০

ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। 

দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী চক্রান্তে জড়িত অভিযোগে গত ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন সিটিটিসির সিটি ইন্টালিজেন্স এনালাইসিস বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল মারুফ। মামলায় পিনাকী ভট্টাচার্য ছাড়াও ছাত্রদলের নেতা মফিজুর রহমান আশিক (৪২) ও মুশফিকুল ফজল আনসারিকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মাহমুদুল হাসান।

মামলায় বলা হয়েছে, গত ১৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের নজরে আসে। সেখানে পুলিশ সদস্যদের নিয়ে বিকৃত তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। পোস্টটির সূত্র ধরে ১৫ অক্টোবর পল্লবীর বাসা থেকে মফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার দুটি মোবাইল জব্দ করে।

সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পরিদর্শক কে এম আবদুল্লাহ হিল মারুফ মামলায় অভিযোগ করেন, আসামি মফিজুর রহমান তার ভুয়া ফেসবুক আইডির ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এই তালিকায় আছেন পিনাকী ভট্টাচার্য ও মুশফিকুল ফজল আনসারী। মিরপুরে পুলিশ বাহিনীর একটি অভিযানের ঘটনাকে বিকৃতভাবে প্রচার করা হয়। সেই তথ্য ও ছবি পাঠানো হয় পিনাকী ভট্টাচার্যের ফেসবুক ম্যাসেঞ্জারে।

আলামত হিসেবে নাগরিক টিভি ও আমার দেশ পত্রিকার অনলাইনের একটি করে প্রতিবেদন এবং মুশফিকুল ফজল আনসারীর ফেসবুক ম্যাসেঞ্জারে পিনাকী ভট্টাচার্যের কাছে পাঠানো কয়েকটি ছবি ও কথোপকথন তুলে ধরা হয়েছে। সেখানকার আলাপচারিতায় মুশফিকুলকে পিনাকীর কাছে বইয়ের তালিকা চাইতে দেখা গেছে। 

মাহমুদুল হাসান, ‘মিরপুরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ছাত্রদলের নেতা মফিজুর রহমান আশিককে (৪২) গ্রেফতার করা হয়েছে। তার মোবাইল ফোনে সেই গুজবের ভিডিও পিনাকী ভট্টাচার্যসহ বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে। এরই সূত্র ধরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
আরেক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘আশিকের সঙ্গে আসামিদের কী ধরনের কথাবার্তা হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। কথা আদান–প্রদানের পর যদি তারা সেগুলো মুছে ফেলেন তাহলে জব্দ করা মোবাইলের ফরেন্সিক করা হবে। মামলাটি আমরাই তদন্ত করছি।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ‘পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকারবিরোধী অপপ্রচারে লিপ্ত। তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

এনএ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top