দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমার লক্ষ্য: প্রধানমন্ত্রী
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২ ০২:৩৯; আপডেট: ৮ মে ২০২৫ ২৩:২৫
-2022-11-24-15-39-15.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমার লক্ষ্য।
দীর্ঘ পাঁচ বছর পর বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর গিয়েছেন প্রধানমন্ত্রী।
দুপুর ১২ টার মধ্যে জনসভা স্থলটি জনসমুদ্রে পরিণত হয়। পুরো শহর উৎসবমুখর হয়েছে উঠেছে। দুপুর ২ টায় যশোর জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অনুষ্ঠিত হয়।
এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
যশোরের বিভিন্ন উপজেলা ও আশপাশের উপজেলাসহ খুলনা বিভাগের ১০টি জেলা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা এই জনসভায় যোগ দেবেন। সকাল থেকেই মানুষের ঢল দেখা গেছে জনসভাস্থল অভিমুখে।
এনএ
আপনার মূল্যবান মতামত দিন: