অর্থনৈতিক প্রতিবেদনগুলোর ব্যাখ্যা চায় সরকার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ ২০:০৩; আপডেট: ৩ মে ২০২৪ ১৭:২৩

ছবি: সংগৃহিত

দেশের সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত অর্থনৈতিক প্রতিবেদনগুলো খতিয়ে দেখবে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্যও যাচাই করে দেখা হবে। সেগুলোর যথার্থতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা পরিষদ। খবর টিবিএসের।

সোমবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এসময় সচিব বলেন, ব্যাংকিং খাতের বর্তমান দশা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যাচ্ছে। 'এসব ভিডিওর বিষয়ে যথার্থতা যাচাইয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে'।

এর আগে রোববার সচিব সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেছিলেন, বিষয়টি নিয়ে ওই বৈঠকে পরোক্ষ আলোচনা হয়েছে, সে অনুসারে প্রকৃত পরিস্থিতি জানাতে ব্যাংকিং ও অর্থ বিভাগকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে।

টিবিএসের প্রতিবেদনটির লিঙ্ক



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top